নূরানী স্কুল
ইমেইলঃ nuranischool@gmail.com
ফেসবুকঃ fb/NuraniSchoolPAGE
ইউটিউবঃ Nurani School
সম্পাদকঃ ওমর ফারুক

Header Ads

Monday, November 5, 2018

হযরত মুসা আ:’র জামানার চমৎকার একটি ঘটনা

আল্লাহ্ তায়ালাকে হযরত মুসা আ: একবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্!

জান্নাতে আমার সাথে কে থাকবে?

জবাবে বলা হলো,ওমুক কসাই !

জবাবে কসাইয়ের নাম শুনে মুসা আ:

খুবই আশ্চর্য হলেন।

অনেক খোঁজ করার

পর মুসা আ: তাকে বের করলেন।

দেখলেন, কসাই গোস্ত বিক্রিতে ব্যস্ত!

সবশেষে কসাই একটুকরো গোস্ত একটি

কাপড়ে মুড়িয়ে নিলেন।

অতঃপর বাড়ির দিকে রওয়ানা হলেন।

মুসা আ: তাঁর সম্পর্কে আরো জানার জন্যে অনুমতি নিয়ে পিছুপিছু তাঁর বাড়ি গেলেন।

কসাই বাড়ি পৌঁছে গোস্ত রান্না করলেন।

অতপর রুটি বানিয়ে তা গোস্তের ঝোলে

মেখে নরম করলেন।

তারপর ঘরের ভিতরের কামরায় প্রবেশ

করে শয়নরত এক বৃদ্ধাকে উঠিয়ে বসালেন । তারপর তার মুখে টুকরো টুকরো রুটি পুরে

দিতে লাগলেন।

খাওয়ার পর বৃদ্ধা কি যেন কানেকানে বললেন। অমনি কসাই মুচকি হাসলেন।

দূর থেকে মুসা আ: সব-ই দেখছিলেন।

কিন্তু, কিছুই বুঝলেন না।

মুসা আ: বৃদ্ধার পরিচয় এবং মুচকি হাসার

বিষয়টি কসাইকে জিজ্ঞেস করলেন।

কসাই বললেন, ওনি আমার মা!

আমি বাজার থেকে আসার পর সর্বপ্রথম

আমার মাকে রান্না করে খাওয়াই।

আর, মা খাওয়ার পর খুশি হয়ে আমার

কানের কাছে এসে আল্লাহ্ তায়ালার কাছে

এই বলে দোআ করেন, “আল্লাহ্ তায়ালা

তোমাকে বেহেস্ত দান করুক এবং মুসা আ:

এর সাথে রাখুক”!

আমি এই দোআ শুনে এই ভেবে মুচকি হাসি

যে, কোথায় মুসা আ: আর কোথায় আমি।

1 comment:

  1. এটা নাকি জাল হাদিস, একজন আলেম এটা কে জাল হাদিস বলছে। কিন্তু এটা কোন হাদিসের ঘটনা এবং কত নাম্বার হাদিস একটু বলবেন কি?

    ReplyDelete