নূরানী স্কুল
ইমেইলঃ nuranischool@gmail.com
ফেসবুকঃ fb/NuraniSchoolPAGE
ইউটিউবঃ Nurani School
সম্পাদকঃ ওমর ফারুক

Header Ads

Saturday, December 1, 2018

কুরআনকে সত্য বলে স্বীকার করেছে বিজ্ঞানীরা! আজকের আধুনিক বিজ্ঞান ও ইসলাম


আজ আমরা যে বিজ্ঞান বা তার আবিস্কার দেখছি তা কত দিনের? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) বা তার আগে কি বিজ্ঞান এর কোন নাম ও নিশানা ছিল? ছিলনা। আজ আমরা বিজ্ঞানের জন্য মহাকাশে চলে গেছি, চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নতি করেছি। তবে একবার ও কি ভেবে দেখেছি ? আজ থেকে ১৪০০ বছর আগে আমাদের প্রিয় নবী যে কথা বলে গিয়েছেন, আজকের আধুনিক বিজ্ঞান তার বিপক্ষ্যে যায় না ! এবং আজকের বিজ্ঞান যা আবিষ্কার করেছেন ১৪০০ বছর আগে মহান রব্বুল আলামিন তা তার কিতাব কোরআন এর মাধ্যমে বলেছেন। এবং আমাদের প্রিয় নবী তার হাদিসে এমন সব বিজ্ঞানিক কথা বলেছেন যা আজকের বিজ্ঞান তাকে ভুল প্রমান করতে পারবেনা।


রাসুল (সঃ) বলেছেন, ‘পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম’। (মুসলিম শরীফ- ১৬৫৫) বিজ্ঞান বলে, স্বর্ণ এমন একটি পদার্থ যার রাসায়ণিক বিকিরণ শরীরের চামড়ার সঙ্গে মিশে রক্তের মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করে এবং তার পরিমাণ যদি ২.৩ মাত্রা হয় তাহলে মানুষ তার স্মৃতিশক্তি নাকি হারিয়ে ফেলতে পারে।
রাসুল (সঃ) বলেছেন, ‘ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমানো উত্তম’। (সহীহ বোখারী-৩২৮০)
বিজ্ঞান বলে, ডান কাঁত হয়ে ঘুমালে হৃদপি- তার প্রয়োজন মতো ভালোভাবে পাম্প করতে পারে। আর ঘুমানোর সময় আলো না নিভিয়ে ঘুমালে মস্তিষ্কের এনাটমি রস শরীরে প্রবেশ করতে পারে না বিধায়, শরীরে ক্যান্সার হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে।

হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন, ‘পুরুষের প্যান্ট বা অন্য কোন পোশাক পায়ের টাকনুর উপর পড়তে হবে, নইলে তারা জাহান্নামী হবে।’ (সহীহ্ বোখারী- ৫৩৭১) বিজ্ঞান বলে, পুরুষের টাকনুর গিরার ভিতরে প্রচুর পরিমাণে হরমন থাকে এবং আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি খোলা না রেখে ঢেকে রাখে, তাহলে তার মর্দ্দামিশক্তি কমে যায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়।

‘নেশাগ্রস্ত হওয়া শয়তানের কাজ’ (সুরা : মাইদা, আয়াত-৯০) এবং রাসুল (সঃ) বলেছেন, ‘নেশা জাতীয় দ্রব্য সেবন করা হারাম’। (সহীহ বোখারী- ৬১২৪) বিজ্ঞান বলে, ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার, ব্রংকাইটিস ও হৃদরোগের আশঙ্কা থাকে। ধূম পানে ঠোঁট কালো হয়, দাঁতের মাড়ি ও আঙুল কালো হয়। মর্দ্দামীশক্তি ও ক্ষুধা কমে যায় এবং স্মৃতিশক্তি লোপ পেতে থাকে।

রাসুল (সঃ) বলেছেন, ‘পুরুষের মুখের গোফ ছেটে ফেল এবং দাড়ি রাখো’। (সহীহ মুসলিম-৪৯৩-৯৪)
বিজ্ঞান বলে, দাড়ি না রাখলে শেভের কারণে চামড়ায় ক্যান্সার, ফুসফুসের ইনফেকশন এবং ৪০ বছরের আগেই যৌবন হারানোর মতো মারাত্মক আশঙ্কা থাকে।


এমন আরো অনেক হাদিস বা কোরআন এর আয়াত রয়েছে যা আজকের আধুনিক বিজ্জান সত্য ও শঠিক বলে শিকার করেছেন, এবং এর মাধ্যমে পরিস্কার ভাবে প্রমান হয় একটিই সত্য ধর্ম তা হচ্ছে ইসলাম। আল্লাহ তায়ালা আমাদের সকল কে মাফ করুক এবং তার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন, আমিন।

0 coment�rios:

Post a Comment