নূরানী স্কুল
ইমেইলঃ nuranischool@gmail.com
ফেসবুকঃ fb/NuraniSchoolPAGE
ইউটিউবঃ Nurani School
সম্পাদকঃ ওমর ফারুক

Header Ads

Tuesday, September 3, 2019

যেভাবে চলচিত্র জীবন ত্যাগ করে ইসলামে ফিরে এলেন জনপ্রিয় অভিনেত্রী জায়রা ওয়াসিম

কুড়ি বছর বয়সী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জায়রা ওয়াসিম। জনপ্রিয়তা, প্রশংসা অর্থ সম্পদ সব কিছুই গোড়ে ছিলেন সুন্দর করে। আমির খানের মত সুপারস্টারদের সাথে এক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু এত অল্পসময়ে সবকিছু পেয়েও তার মনে হচ্ছিল জীবনে কী যেন নেই! এক অপূর্ণতায় এত অর্জন সব ম্লান হয়ে যাচ্ছে।

কী সেই অপূর্ণতা? এ অপূর্ণতা আসমান ও জমীনের রব থেকে দূরে থাকার। আল্লাহ তা‘আলাকে বাদ দিয়ে এই ক্ষণস্থায়ী দুনিয়ার পূজা করার। ইমাম ইবনুল কায়্যিম (রহ) বলতেন, “প্রত্যেক মানুষের অন্তরেই রয়েছে অস্থিরতা, যা কেবল আল্লাহ্‌র কাছে ফিরে গেলেই ঠিক করা সম্ভব। প্রত্যেক মানুষের অন্তরে এক শূন্যতা রয়েছে, সেটা কেবল আল্লাহ্‌র কাছে ফিরে গেলেই দূর করা সম্ভব। প্রত্যেক মানুষের অন্তরে রয়েছে ভয় আর উৎকণ্ঠা, যা কেবল আল্লাহ্‌র কাছে আশ্রয় নিলেই দূর করা সম্ভব। আর প্রত্যেক মানুষের অন্তরেই রয়েছে হতাশা, যেটা কেবল আল্লাহ্‌র উপরে সন্তুষ্ট হলেই দূর করা সম্ভব।” (আল ওয়াবিলুস সাইয়্যিব, ১/৭১)


এই অপূর্ণতা সবাই বুঝতে পারে। বিশাল অট্টালিকার মালিক থেকে শুরু করে যারা বস্তিতে থাকে, তারাও পারে। তবে অনেকের পক্ষে সম্ভব হয় না দুনিয়াটাকে পাশ কাটিয়ে রবের কাছে ফেরার। জায়রা ওয়াসিম পেরেছেন। প্রত্যাবর্তন করেছেন জীবনের মূল উদ্দেশ্যে। ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে অনুরোধও করেছেন জীবনের মূল উদ্দেশ্য নিয়ে একবার ভাবতে। সবচেয়ে অবাক হয়েছি, সে স্ট্যাটাসের বিভিন্ন জায়গায় উনি যেভাবে কুরআনের বিভিন্ন আয়াতকে উদ্ধৃত করেছেন। এতে পরিষ্কার বোঝা গিয়েছে, কতোটা মন দিয়ে উনি কুরআন পড়েছেন, ভেবেছেন, উপলব্ধি করেছেন। আল্লাহর কালাম শুধু উনার কণ্ঠনালীতে না অন্তরেও পৌঁছেছিল।

তার এই সিদ্ধান্তটাকে অনেকে সমালোচনা করেছেন। টিভি-মিডিয়াতে চলছে নিন্দার ঝড়। আল্লাহর জন্য তিনি ক্যারিয়ারটাকে বিসর্জন দিয়েছেন জানতে পেরে শ্রীমতী তসলিমা নাসরিন টুইট করেও হতাশা ব্যক্ত করেছেন। ‘কী উদ্ভট ধর্ম রে বাবা, জীবনে সফল হতেও বাধা দেয়!’

তবে আমরা মুসলিমরা তো সফলতাটাকে অন্য চোখে দেখি। কারা সফল? যাদের ব্যাপারে আল্লাহ তা‘আলা বলেছেন-
“যাকে জাহান্নামের (আগুন) থেকে দূরে রাখা হবে, আর জান্নাতে প্রবেশ করানো হবে- সেই-ই সফল। আর দুনিয়ার জীবন তো কিছুই নয় ভ্রান্তিময় ছলনা ছাড়া।” (সূরা আলে ইমরান ৩:১৮৫)

দুনিয়ার এই জীবন যেন আমাদের ধাঁধায় না ফেলে তার জন্যে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। যারা আল্লাহর দ্বীনকে বিক্রি করে এই দুনিয়ার জীবনে সফল- চাই সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, এমপি, প্রধানমন্ত্রী- যেই হোক না কেন, তারাও আমাদেরকে যেন ধোঁকায় না ফেলে। আমাদের বোন জায়রা ওয়াসিম যাদের ব্যাপারে আমাদের সাবধান করেছেন-
“Don’t look for role models or measures of success in the displeasure of Allah and the transgressions of His commandments. Do not allow such people to influence your choices in life or dictate your goals or ambitions.”

0 coment�rios:

Post a Comment