নূরানী স্কুল
ইমেইলঃ nuranischool@gmail.com
ফেসবুকঃ fb/NuraniSchoolPAGE
ইউটিউবঃ Nurani School
সম্পাদকঃ ওমর ফারুক

Header Ads

Thursday, September 5, 2019

মেষপালক হিসেবে মুহাম্মাদ (সঃ)

হযরত মুহাম্মদ (সঃ) যখন চাচা আবু তালিবের তত্ত্বাবধানে ছিলেন, তখন তিনি চাচার অবস্থা স্বচ্ছল না থাকায় মেষপাল চরাতেন । প্রায় নবীগণই দেখা যায় প্রথম জীবনে মেষপাল চরানোর কাজ করতেন ।
হযরত মুহাম্মদ (সঃ) নিজেই বলে গেছেন, তিনি কিছু পয়সার বিনিময়ে অন্যলোকেরও মেষ চরাতেন । আমাদের দেশের মেষপালক বালকদের মতো তিনি উন্মুক্ত প্রান্তরে সারাদিন পালাক্রমে মেষ চরাতেন । পরবর্তীকালে যখন তাঁর সাহাবীগণ (সহচর) তাঁকে পাকা জাম এনে দিতেন, তখন তিনি বলতেন পাকা কালো জাম আনতে, কেননা পাকা কালো জাম খেতে সুস্বাদু । এ অভিজ্ঞতাও তাঁর বালক জীবনের ।


মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর প্রথম সিরিয়া যাত্রা

হযরত মুহাম্মদ (সঃ)-এর বয়স যখন ১২ বছর তখন আবু তালিব ভাবলেন সিরিয়াতে বাণিজ্য উপলক্ষ্যে যাত্রা করবেন । পতিমধ্যে নানা বিপদ-আপদ ও দুঃখ-কষ্টের জন্য ভাতিজা হযরত মুহাম্মদ (সঃ)-কে না নিয়ে যাওয়ার কথাও চিন্তা করলেন । কিন্তু হযরত মুহাম্মদ (সঃ) চাচা আবু তালিবকে এতই ভালোবাসতেন, তিনি তাঁর সঙ্গে যাবেনই । তাই আবু তালিব তাঁকে সঙ্গে নিয়ে উভয়েই বসরা নামক স্থানে হাজির হলেন । ঐতিহাসিকগণ বলেন, এই সময়ে বসরায় বুহাইরা নামক এক খ্রীস্টান পাদ্রী
বালক মুহাম্মদ (সঃ)-কে দেখেন । তাঁর দৃষ্টিতে বালক মুহাম্মদ (সঃ)-এর এমন কোন বৈশিষ্ট্য ধরা পড়ে যাতে তিনি ভবিষ্যদ্বাণী করেন যে, এই বালক একদিন নবীর মর্যাদা লাভ করবেন । 

আবু তালিবকে তিনি সতর্ক করেন, যাতে তিনি এই অসাধারণ বালককে আর কোথাও না নিয়ে যান, কারণ ইহুদীরা এর ক্ষতি করতে পারে । এই ভ্রমণই হযরত মুহাম্মদ (সঃ)-কে প্রথম বহির্বিশ্বের স্বাদ আস্বাদন করায়, তিনি বিশ্বের বিরাটত্ব আপন অন্তরে অনুভব করেন । এতদিন তিনি ছিলেন অনুর্বর মক্কার মরুভূমিতে । আজ তিনি শস্য-শ্যামল বসরাতে । তিনি সামুদ গোত্রের রাজত্বভূমি বিরাট প্রান্তর ওয়াদিল কুরাও অতিক্রম করেন । তিনি দেখলেন তাঁদের ধ্বংসাবশেষ । পরবর্তীকালে পবিত্র কোরআনে যার বর্ণনাও আছে । হযরত মুহাম্মদ (সঃ)-এর বয়স যদিও তখন ১২ বছর, কিন্তু তাঁর পর্যবেক্ষণ শক্তির প্রসারতা ও গভীরতা আকাশের মতো বড় ও সমুদ্রের মতো বিশাল হয়ে উঠেছিল । এবারের বাণিজ্য যাত্রায় আবু তালিব আশাতীত লাভবান হয়েছিলেন । এই বাণিজ্যযাত্রা এত সুখকর ছিল যে, সারা জীবন তিনি তা ভোলেননি ।

0 coment�rios:

Post a Comment