নূরানী স্কুল
ইমেইলঃ nuranischool@gmail.com
ফেসবুকঃ fb/NuraniSchoolPAGE
ইউটিউবঃ Nurani School
সম্পাদকঃ ওমর ফারুক

Header Ads

Tuesday, September 3, 2019

অভিভাবকের দায়িত্বে আবু তালিব।

আবদুল মুত্তালিব তাঁর মৃত্যুশয্যায় শিশু মুহাম্মদ (সঃ)-এর অভিভাবকত্বের ভার দিলেন আবু তালিবের ওপর । কেননা আবু আবু তালিব ভাতিজাকে পুত্রের অধিক স্নেহ করতেন । কারণ মুহাম্মদ (সঃ)-এর বুদ্ধিমত্তা, বিবেক, বিবেচনা, বদান্যতা, উদার হৃদয় ও মহত্ত্ব সকলকে অতিক্রম করেছিল । এখন থেকে আবু তালিবই হযরত মুহাম্মদ (সঃ)-এর পিতা ও মাতা স্বরূপ । হযরত মুহাম্মদ (সঃ)-এর জীবনে একটা করুণ ইতিহাস যে, আবু তালিব জীবিত অবস্থায় ইসলাম গ্রহণ করেননি । কিন্তু সারা জীবন তিনি মুহাম্মদ (সঃ)-কে ছায়ার মতো রক্ষণাবেক্ষণ করেছেন । একদিনের জন্যও তাদের দু'জনের মধ্যে সম্পর্কের কোনরূপ তিক্ততা দেখা দেয়নি । শুধু আবু তালিব বলে নয়, অন্য যে কোন ধর্মের, এবং যে কোন লোকের সঙ্গে হযরত মুহাম্মদ (সঃ)-এর সম্পর্ক কোনদিনের জন্যই তিক্ত হতো না, শুধু মাত্র কোনরূপ ইসলাম বিদ্বেষী কাজ এবং অসৎ আচরণ ছাড়া । অনেকেরই ধারণা ছিল যে, ইসলাম গ্রহণ না করাতে হযরত মুহাম্মদ (সঃ) তার প্রতি বিরূপ হয়ে উঠতেন । আসলে কিন্তু এটা একেবারেই ভুল ধারণা । যে মানুষের মধ্যে তিনি মনুষ্যত্বের বিকাশ লক্ষ্য করতেন, তাঁকে তিনি সবসময়ই অন্তর দিয়ে ভালবাসতেন, এবং অন্তর থেকে শ্রদ্ধা করতেন । তাই আবু তালিব যদিও একজন অমুসলিম ছিলেন, তবুও তাঁদের দু'জনের সম্পর্কে এতোটুকুও মলিনতা আসেনি কখনো ।

0 coment�rios:

Post a Comment